* পেইজা কি?
পেইজা হলো পেওনার বা নেটলার এর মতই একটা অনলাইন পেমেন্ট গেটওয়ে। যারা মাধ্যমে ফ্রীল্যান্সাররা তাদের উপার্জিত টাকা তাদের কাছে আনতে পারেন।
* বাংলাদেশে কি তাদের সার্ভিস আছে?
হ্যাঁ। পেইজা অফিসিয়ালি বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
*পেইজা একাউন্ট কি ফ্রী তে করা যায়?
হ্যাঁ। পেইজা একাউন্ট খুলতে কোন টাকা বা ফী এর দরকার নেই।
*পেইজা একাউন্ট কি ভেরিফাই করার দরকার পড়ে? আর এই জন্য কি কি দরকার?
অবশ্যই। একাউন্ট ভেরিফাই করা না থাকলে একাউন্ট এর একটা লিমিট থাকে। এর বেশি লেনদেন করা যায় না। তাছাড়াও ভেরিফাই করা থাকলে অনেক নিরাপত্তাও বেশি পাওয়া যায়। ভেরিফাই করার জন্য একাউন্ট করার পর ভেরিফাই নামক একটা অপশন ই পাওয়া যাবে। সেখানে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ড এর স্ক্যান কপি আপলোড করা লাগবে। এর সাথে আপনার এক কপি ছবিও আপলোড করা লাগবে। পাশাপাশি যদি পাসপোর্ট থাকে সেটার স্ক্যান কপিও আপলোড করতে পারলে খুব ভালো। বেশি ডকুমেন্ট দেখাতে পারলে খুব তাড়াতাড়ি একাউন্ট ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হতে ২-৩ দিন সময় লাগতে পারে। আর একাউন্ট খোলার সময় সব তথ্য যাতে আপনাদের এই ফটো আইডি গুলোর সাথে মিল থাকে সেদিকে খেয়াল রাখবেন। নইলে একাউন্ট ভেরিফাই হবে না। সবগুলো তথ্য এক হতে হবে।
*পেইজা কি বাংলাদেশে মাস্টারকার্ড প্রোভাইড করে?
হ্যাঁ। করে। তবে ফ্রী না। এই জন্য তাদের একটা চার্জ আছে। সেই চার্জ এর টাকা পরিশোধ করলে তারা আপনার ঠিকানায় মাস্টারকার্ড পাঠিয়ে দিবে।
*আমি কিভাবে মাস্টারকার্ড পাওয়ার জন্য টাকা পরিশোধ করবো?
আপনি সহজেই বিকাশ (bkash) এর মাধ্যমে টাকা পরিশোধ করতে পারেন। তাদের ওয়েব সাইট এ গেলেই এই সম্পর্কে সব তথ্য পাবেন।
*বিকাশ দিয়ে টাকা কি আমার পেইজা একাউন্ট এ যোগ করতে পারবো?
হ্যাঁ। করতে পারবেন। তবে সেটা বাংলাদেশি টাকা হিসেবে আপনার একাউন্ট এ জমা হবে। ডলার হিসেবে নয়।
*আমি কি বিকাশ এর মাধ্যমে টাকা যোগ করে সেই টাকা মাস্টারকার্ড এর মাধ্যমে ব্যবহার করতে পারবো?
না। টাকা যোগ হবে আপনার পেইজা একাউন্ট এ। আপনার মাস্টারকার্ড এ না।
*তাহলে কি আমার একাউন্ট এর টাকা ডলার হিসেবে কনভার্ট হবে না?
না। ডলার হিসেবে কনভার্ট হবে না।
*তাহলে মাস্টারকার্ড এ টাকা কিভাবে যোগ করবো?
ফ্রীল্যান্সিং সাইট থেকে টাকা উপার্জন করে। সরাসরি টাকা যোগ করার সুবিধা বাংলাদেশিদের জন্য নাই।
*পেইজা একাউন্ট দিয়ে কি Amazon, aliexpress এই সাইটগুলো থেকে কেনাকাটা করা যাবে?
না। যাবে না। তবে তাদের মাস্টারকার্ড দিয়ে করা যাবে। সরাসরি একাউন্ট এর টাকা দিয়ে কেনাকাটা করা যাবে না। তবে বাংলাদেশি কিছু সাইট যেমন- rokomari.com এরকম ২-১ টা সাইট থেকে একাউন্ট এর টাকা দিয়েই কেনাকাটা করা যাবে। কার্ড এর দরকার হবে না।
আরো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন...
ব্লগ/সাইটটিতে কাজ চলছে। শীঘ্রই সম্পূর্ণ নতুন রূপে এবং নতুন আঙ্গিকে দেখতে পাবেন এই ব্লগটিকে। এবং সহজবোধ্যতার জন্য এখন থেকে পুরো ব্লগটির সকল পোস্টগুলো মাতৃভাষা বাংলায় প্রকাশ করা হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। কিছুদিন অপেক্ষা করুন। ব্লগটিতে প্রবেশ করার জন্য ধন্যবাদ।
October 18, 2016
পেইজা (Payza) সম্পর্কে কিছু কথা(আপডেট-১৮-১০-২০১৬)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment